শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা: গতবছর করোনা-সতর্কতায় দুর্গা পুজোর বিজয়া দশমীতে কঠোর ভাবে নিষিদ্ধ ছিল সিঁদুরখেলা (sindur khela)। কিন্তু এবার অনেকটাই ছাড় মিলেছে তাতে। মণ্ডপে মণ্ডপে মহিলারা মেতে উঠেছেন লালের উৎসবে। তবে এই উৎসব খানিকটা বেশিই ঝলমলে হয়ে ওঠে কসবার ‘রাজডাঙ্গা নবউদয় সংঘ’-এর মণ্ডপে। এবার সেখানে সিঁদুর খেলায় মেতেছিলেন একঝাঁক বিখ্যাত টলি-নায়িকা!কিন্তু সেখানেই ঘটল যত বিতর্ক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তীব্র ভাবে প্রশ্ন তুলতে লাগলেন একদল ব্যক্তি। তাঁদের দাবি, অবিবাহিতারা সিঁদুর খেলবেন কেন! বলাই বাহুল্য, সেলেবদের এই সিঁদুরখেলায় বিবাহিতা-অবিবাহিতা বিভাজন ছিল না। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
ওই অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে সিঁথি রাঙিয়ে সিঁদুর খেলেন রাইমা সেন, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার। তাঁরাই মূলত রোষানলের শিকার হন। কারণ তনুশ্রী, রাইমা, সোহিনী তিনজনকেই অবিবাহিত বলেই জানেন সকলে। অথচ ছবিতে তিনজন নায়িকার সিঁথিতেই সিঁদুর দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করেন তনুশ্রী, সেখান থেকেই শুরু বিপত্তি। এমনকি ছবি পোস্ট করে রাইমা, সোহিনীরাও ছাড় পাননি।রাইমা ও তনুশ্রীর ছবিতে এক নেটিজেন লেখেন, ‘সিঁদুর কি এমনি এমনি পরা যায়!’ কেউ আবার লিখেছেন, ‘এতদিন তো জানতাম যে সোহিনী, রাইমা, তনুশ্রী অবিবাহিত। তাহলে তাঁরা কি বিবাহিত?’ অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন, ‘পুজোয় এসে পুজোর নিয়মকানুন অবমাননা করার মানে কী? এসব ধ্যাস্টামো ফিল্মের শ্যুটিংয়ে গিয়ে করুন।’ কেউ আবার স্পষ্ট লিখেছেন ‘অবিবাহিতা হয়ে যে সিঁদুর খেলছেন এদের কাছে সিঁদুরখেলা না ছেলেখেলা?’ দেবীর গায়ে কোন সাহসে অবিবাহিত মহিলারা সিঁদুর ছোঁয়ান, সেই নিয়েও উঠছে প্রশ্নচিহ্ন।
ওই দিন মণ্ডপে সোহিনীর সঙ্গেই উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক ও সহকর্মী রণজয়। কিন্তু কোনও বৈবাহিক বন্ধনেই তাঁরা এখনও বাঁধা পড়েননি। অন্যদিকে সম্প্রতি রাইমা বিয়ের ব্যাপারে সাফ জানিয়েছেন, বিয়ে করবেন না। নিজের কাজেই মন দিতে চান তিনি। অপরদিকে তনুশ্রীও বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন বলে খবর।এসব জেনেশুনে সোশ্যাল মিডিয়ার লোকজনের বক্তব্য, যখন রাইমা বিয়ের ব্যাপারে এগোতেই চান না তাহলে সিঁদুরে সিঁথি রাঙিয়ে সিঁদুরের অপমান কেন করছেন! একজন নেটিজেন মন্তব্য করেন তনুশ্রীর ছবিতে, ‘সিঁদুর বাকি দিন তাহলে পরেন না কেন? আইবুড়ি না বিবাহিতা আপনি!’ অবিবাহিতা নায়িকাদের কাছে সিঁদুরখেলা কি শুধুমাত্র ফটোসেশন করার জন্যই ছেলেখেলা হয়ে গেছে, উঠছে সেই প্রশ্ন! যদিও এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি তিন নায়িকার কেউই।রাইমা, তনুশ্রী, সোহিনীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা রণিতা দাস ও জুন মালিয়া। জুন ও রণিতা দুজনেই বিবাহিতা। তাই তাঁদের নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি।তবে এত বিতর্কের মাঝেও যিনি সেলেব্রিটি সিঁদুরখেলার শো-স্টপার হয়ে রইলেন, তিনি মুনমুন সেন। রাইমার সঙ্গেই হাজির ছিলেন তিনি। নতুন নায়িকাদের ভিড়েও সবার চোখ টানলেন মুনমুন। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ছড়াছড়ি, তাঁদের চোখ আটকে যাচ্ছে শুধু মুনমুনকে দেখতেই! সাদা লাল জামদানিতে নজর কাড়েম মুনমুন। কখনও তনুশ্রী চক্রবর্তীকে আদরে ভরিয়েছেন মুনমুন সেন। আবার কখনও মেয়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। রয়েছে অনেক সেলফিও।কয়েক দিন আগেই পোস্ট করোনা ধকল সামলে মুনমুন সেন যে আজও সত্যি শ্রীমতী তা সুচিত্রা তনয়া প্রমাণ করলেন। কিন্তু বিতর্কের কোপ পড়ল সুচিত্রা নাতনি রাইমার উপর। আর এক নাতনি রিয়া সেন অবশ্য বিবাহিতা, তবে ট্যুরে থাকায় তাঁর দেখা মেলেনি এই সিঁদুরখেলায়।