Home আইন-আদালত অবৈধ ইটভাটা বন্ধে অভিযান মঙ্গলবার

অবৈধ ইটভাটা বন্ধে অভিযান মঙ্গলবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে শুরু হছে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এই অভিযান শুরু করবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বলেন, প্রথম পর্যায়ের অভিযানে কিছু অবৈধ ইটভাটা বন্ধ এবং কিছু অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশে এবার দ্বিতীয় পর্যায়ের অভিযানে সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জমির হোসেন  বলেন, ২১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা প্রথম পর্যায়ের অভিযানে ৭৭টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৫টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, চট্টগ্রামে মোট ১৮১টি অবৈধ ইটভাটা রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় পর্যায়ের অভিযানে এসব ইটভাটার মধ্যে যেগুলো চালু আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।