বিজনেসটুডে২৪ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারি ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। মঙ্গলবার ভোর তিনটা নাগাদ ২০৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি সি-১৭ বিমান টেক্সাসের সান আন্তোনিও থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে। কয়েকদিন আগে তিনি সাংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমরা আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের খুঁজে বের করছি। যে জায়গা থেকে তারা এসেছিল, সামরিক বিমানে চাপিয়ে সেখানে তাদের পাঠানো হবে।’
মার্কিনমুলুকে প্রথম পর্যায়ে প্রায় ১৮,০০০ অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে সামরিক বাহিনীর বিমান ব্যবহার করছে আমেরিকা। পেরু, গুয়েতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের।