বিজনেসটুডে২৪ ডেস্ক:মহাকুম্ভে পবিত্র স্নান সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সোমবার সকালে সপরিবারে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছান তিনি।
প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নানের সময় শাহ’র সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব এবং অন্যান্য সাধুরাও উপস্থিত ছিলেন। পবিত্র স্নানের পর ত্রিবেণী সঙ্গমে আরতি করতেও দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।
অমিত শাহ এক্স হ্যান্ডেলে আজ সকালে লেখেন, কুম্ভমেলা আমাদের সম্প্রীতির উপর ভিত্তি করে জীবনের চিরন্তন দর্শনকে প্রতিফলিত করে। সূত্রের খবর, পুণ্যস্নানের পর হনুমান মন্দির, জুনা আখাড়া এবং অক্ষয় ভাটে যাবেন তিনি। এরপর সাধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। শেষে গোবিন্দ গিরিজি মহারাজ, পুরী এবং দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গে দেখা করে দিল্লি ফিরবেন। অন্যদিকে, গতকাল কুম্ভমেলায় পুণ্যস্নান করতে গিয়েছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। জানা গিয়েছে, ১১ বার ডুব দিয়ে স্নান করেছেন তিনি। এরপর মেলায় আসা সাধু ও পুণ্যার্থীদের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের মূর্তিতে মাল্যদানও করেন।
#WATCH | Union Home Minister Amit Shah along with his family, in the presence of several saints and CM Yogi Adityanath, performs 'aarti' at Triveni Sangam during #Mahakumbh2025 in Prayagraj pic.twitter.com/K8bftnGKwg
— ANI (@ANI) January 27, 2025