Home আন্তর্জাতিক অর্থনীতিতে নোবেল পেয়েছেন মিলগ্রোম ও উইলসন

অর্থনীতিতে নোবেল পেয়েছেন মিলগ্রোম ও উইলসন

বিজনেসটুডে২৪ ডেস্ক

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন অর্থনীতিবিদ। তারা হলেন- পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। তারা দুজনই মার্কিনি। নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পান তারা।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই পুরস্কার ঘোষণা দেয়া হয়। আজকের অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো চলতি বছরের নোবেল পুরস্কারের পর্ব।

নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কিভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি, তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

 

গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এর আগে গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার।