*৯৪৩১টি পদের মধ্যে ৪৪৬৩ টি পদই শূন্য
নাজমুল হোসেন
ঢাকা: সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানায় সড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটারের বেশি। ছোট-বড় সেতু ও কালভার্টের সংখ্যাও ১৯ হাজার ২শ’ ১৮টি। অনুমোদিত ৯ হাজার ৪শ’ ৩১টি পদের বিপরীতে ৪হাজার ৯শ’ ৬৮ জনকে নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
জানা যায়, এই অধিদপ্তরে ৪ হাজার ৪শ’ ৬৩টি পদই খালি রয়েছে। সবচেয়ে বেশি খালি তৃতীয় শ্রেণির পদ। ২ হাজার ৫শ’ ৩৭টি পদ শূন্য । দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার ১শ’ ৯৭টি পদ খালি । প্রথম শ্রেণিতে শূন্য পদ ২শ’ ৪টি। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) প্রস্তাব, পদোন্নতি, নতুন করে নিয়োগ কার্যক্রমের মাধ্যমে এসব শূন্য পদ পূরণের চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ম শ্রেণির শূন্যপদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য সহকারি প্রকৌশলীর ৮৮টি পদ পূরণের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছিলো। তার মধ্যে পিএসসি কর্তৃক ৩৮ তম বিসিএস ক্যাডারে সহকারি প্রকৌশলী(সিভিল) পদে ৩৩ জন ও সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১১ জন, মোট ৪৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। নন ক্যাডারভুক্ত ৪টি পদেও নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য খালি পদগুলো পূরণের প্রস্তাব দেয়া হবে।
২য় শ্রেণির শূণ্য পদগুলোর মধ্যে উপ সহকারি প্রকৌশলীর (সিভিল)(৫২+৩০) ৮২টি পদ পূরণের চাহিদাপত্র পিএসসিতে প্রেরণ করা হয়। বিভাগীয় হিসাব রক্ষকের ১৩ টি পদ মহাহিসাব রক্ষকের দপ্তর থেকে প্রেরণের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। সিকিউরিটি অফিসার ও সহকারি লাইব্রেরিয়ানের ১টি পদ সরাসরি পূরণের নিয়োগ প্রস্তাব পাঠানো হয়েছে।
৩য় শ্রেণির সিনিয়র একাউন্টস ক্লার্ক-এর ৬৩ টি পদ প্রধান হিসাব রক্ষকের দপ্তর থেকে প্রেরণের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। সিকিউরিটি সুপারভাইজার ১ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এছাড়া, গবেষণা সহকারির ১ টি পদ পূরণের কার্যক্রম চলছে। কার্যসহকারির ১শ’ ৭৪ টি, সার্ভেয়ারের ২৭ টি ও ইলেকট্রিশিয়ানের ৩২টি পদ পূরণের ছাড়পত্র পাওয়া গেছে।