বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হবে, বাড়তি ভাড়াও দিতে হবে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশব্যাপী লকডাউন বা সাধারণ ছুটিবিহিন গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা অবাস্তব ও অদূরদর্শী। তাতে শুধু মাত্র অতিরিক্ত ভাড়া আদায়ের সিদ্ধান্তটিই পালিত হবে। যাত্রী সাধারণকে অতিরিক্ত ভাড়াও দিতে হবে এবং অতিরিক্ত যাত্রী হয়ে বাদুড় ঝোলা করে যাতায়াত করতে হবে।
বুধবার (৩১ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে এসে যত সিট তত যাত্রী নীতিমালা অনুসরণ করে কঠোর স্বাস্থ্য বিধি অনুসরণে বাধ্য করা প্রয়োজন। হ্যান্ড সেনিটাইজার,মাক্স বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা যাতে হ্যান্ড সেনিটাইজার ও মাক্স ছাড়া গণপরিবহনে আরোহন করতে না পারে তার ব্যবস্থা করা জরুরি।