বিজনেসটুডে২৪ ডেস্ক: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ এবং মহিলাদের ছয়টি করে দল অংশ নেবে। খেলা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। স্কোয়াডে রাখা যাবে সর্বোচ্চ ১৫ জনকে। তা থেকে বাছতে হবে প্রথম একাদশ।
প্রতিযোগিতা আয়োজক কমিটি বুধবার একথা নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার জন্য যোগ্যতার মানদণ্ড এখনও নির্ধারিত হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশ হল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। সহযোগী সদস্য হিসেবে রয়েছে আরও ৯৪টি দেশ।
আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিকে সরাসরি স্থান পাবে, সেটা নিশ্চিত। অর্থাৎ যোগ্যতা অর্জন পর্বের মধ্য দিয়ে মূল পর্বে খেলার সুযোগ পাবে মাত্র পাঁচটি দল। বিশেষজ্ঞদের অনুমান, আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচটি দল অলিম্পিকে খেলার সুযোগ পেতে পারে।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ঠাঁই পাওয়া পাঁচটি নতুন খেলার মধ্যে একটি ক্রিকেট। এই খেলার বিরাট জনপ্রিয়তা, উপমহাদেশের কোটি কোটি দর্শকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৩ সালে ক্রিকেটকে অনুমোদন দিয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ঠাঁই পেয়েছিল ‘ভদ্রলোকের খেলা’। মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স।