চট্টগ্রাম: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এবং আয়োজক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সম্পন্ন হয়ে গেল ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠান।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর, ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর ফিজিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক, খ্যাতিমান পদার্থবিদ, প্রফেসর ড. এম. আরশাদ মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর একাডেমি, মোঃ শাহরিয়ার পারভেজ।
প্রধান অতিথি বলেন, বিজ্ঞান হলো সেই কষ্টিপাথর, যার স্পর্শে অমীমাংসিত বিষয়গুলোর জট খুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তার পরিধিকে প্রসারিত করবে। শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি বলেন, বিজ্ঞানের অসংখ্য বিষয় আজও অমীমাংসিত, তবে এ অমীমাংসিত বিষয়ের মীমাংসা খোঁজার গুরু দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে।
বর্তমান প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষের এ যুগে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না; সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখলে সফলতা আসবেই।
চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের আট শতাধিক শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। গ্রুপ-এ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি, গ্রুপ-বি সপ্তম ও অষ্টম শ্রেণি, গ্রুপ-সি নবম ও দশম শ্রেণি এবং গ্রুপ-ডি একাদশ ও দ্বাদশ শ্রেণি।
এ-গ্রুপে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্র, মোহাম্মদ মাহবির রহমান, বি-গ্রুপে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ছাত্র, এহতেমাদ আবদুল মোহাইমিন, সি-গ্রুপে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র, মোহাম্মদ বন্ধন রহমান অর্ক এবং ডি-গ্রুপে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র, আশফাক আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর (আরসিডি) নুরুল কবির, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব মোঃ গোলজার আলম (আলমগীর), অন্য পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।
-সংবাদ বিজ্ঞপ্তি