বিজনেসটুডে২৪ ডেস্ক
অসমে বন্যা পরিস্থিতির জেরে বন্ধ ট্রেন চলাচল। রেল পথে যোগাযোগ বিচ্ছিন কলকাতা-আগরতলার।বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া।
সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে।
কলকাতা থেকে আগরতলা – সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯টা ৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮৩৩৭ টাকা।
একই সংস্থার বিকেল ৩ টের ভাড়া ৭৩৩৭ টাকা, বিকেল ৪টা ১০ এর ভাড়া ৬৭৩৭ টাকা। বিকেল ৫টা ২০ মিনিটের ভাড়া ৬৭৩৭ টাকা।
এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ’ টার বিমানের ভাড়া ৬৭৩৭ টাকা।
আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২টা ৪০- এর বিমানের ভাড়া ৮৯০৮ টাকা। বিকেল ৩ টের ভাড়া ৮৯০৮ টাকা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ভাড়া ৬২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪টা ১০ বিমানের ভাড়া ৭৮৯২ টাকা। সকাল ১১টা ২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫০৩৩ টাকা।
সন্ধ্যা ৭টা ৪৫ এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫০৩৩ টাকা। কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ৯টা নাগাদ বিমান ভাড়া ৫২৩৭ টাকা। সন্ধ্যা ৭টা ২০ বিমানের ভাড়া ৬০৮৭ টাকা। বিকেল ৩টে ১০ বিমানের ভাড়া ৭৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩টে ১০ এর বিমানের ভাড়া ৯৭৪৩ টাকা।
স্পাইসজেটের সকাল ৬টা ৪০ এর বিমানের ভাড়া ১১৪৪৩ টাকা। সকাল ৯টা ৫০ এর বিমানের ভাড়া ১৫২০৭ টাকা।