Home Third Lead অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহত চেষ্টার ফলে ১০ লাখ ৮০০ ডোজ টিকার সংস্থান হয়েছে। আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্সের অধীনে শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

আগাম টাকা নিয়েও চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতিশ্রুত টিকা সরবরাহ না করায় সংকটে পড়ে বাংলাদেশ। বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে বিপাকে পড়ে সরকার।

৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এ টিকা দেশে আনার বিষয়ে গত নভেম্বর বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট ও সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। অগ্রিম টাকাও পরিশোধ করে বাংলাদেশ।

চুক্তি অনুসারে ৩ কোটি ডোজের প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৭০ লাখ টিকা এসেছে। নরেন্দ্র মোদি সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে সরবরাহ বন্ধ করে দেয় সেরাম। শেষ পর্যন্ত টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকাদান কর্মসূচি।