Home First Lead নেপাল-বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআইসি‘র বিনিয়োগ প্রত্যাহার

নেপাল-বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআইসি‘র বিনিয়োগ প্রত্যাহার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: নেপাল-বাংলাদেশ ব্যাংক থেকে সমূদয় বিনিয়োগ প্রত্যাহার করছে আইএফআইসি ব্যাংক। নেপালের বেসরকারি এই ব্যাংকটিতে থাকা তাদের প্রায় ২৮ বছরের পুরনো বিনিয়োগ প্রত্যাহার করা হচ্ছে।   প্রায় ৪৪১ কোটি টাকায় তাদের  সমূদয় শেয়ার বিক্রি করে দেয়া হচ্ছে।

আইএফআইসি ব্যাংক ১৯৯৪ সালে নেপালি ব্যাংকটিতে প্রথম বিনিয়োগ করেছিল। গত  জুলাইতে  নেপালের বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায়  বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল আইএফআইসি। ব্যাংকটির পর্ষদে তা অনুমোদনও হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই )’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, নেপালের রাজধানী কাঠমান্ডুর রাভি ভাওয়ান এলাকার বাসিন্দা সারিকা চৌধুরীর কাছে ৬১৮ কোটি ৭০ লাখ সাত হাজার ৫৬৮ নেপালি রুপিতে নেপালের এই বেসরকারি ব্যাংকটির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। নেপালের কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নেপাল-বাংলাদেশ ব্যাংকে মোট শেয়ারে আইএফআইসির অংশ ছিল প্রায় ৪১ শতাংশ। ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকটিতে আইএফআইসি মোট ৩ কোটি ৮৫ লাখ ডলার বিনিয়োগ করেছিল। সর্বশেষ ২০১৭ সালে ব্যাংকটির রাইট শেয়ার কিনতে ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ডলার নিয়েছিল আইএফআইসি। ১৯৯৪ সালে ৫ লাখ ৪৫ হাজার ডলার নিয়ে প্রথম বিনিয়োগ করেছিল নেপাল বাংলাদেশ ব্যাংকে।

৬১৮ কোটি ৭০ লাখ নেপালি রুপিতে শেয়ার বিক্রির সব অনুমোদন পেলে আইএফআইসি প্রায় ৫ কোটি ১৩ লাখ ডলার ফেরত আনার সুযোগ পাবে।