পোশাকশিল্পকে আরও টেকসই করতে যৌক্তিক মূল্য, যা পোশাকশ্রমিকদের কল্যাণকে প্রভাবিত করে, সে বিষয়ে জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। গত ৩১ মে জেনেভায় আইএলওর সদর দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে ফারুক হাসান বলেন, বৈশ্বিক সাপ্লাই চেইনে ইয়ার্ন, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। শিপিং চার্জ বাড়ার কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সেই বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে না।
বাংলাদেশের পোশাকশিল্প খাতের নেতাদের প্রতিনিধিদলটি আইএলও মহাপরিচালককে বাংলাদেশের পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগগুলো অবহিত করেন।
তারা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাকশিল্প কীভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তাও তুলে ধরেন। তারা বলেন, এই অর্জনগুলোর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।