Home Second Lead আইটি বিপর্যয়ে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ

আইটি বিপর্যয়ে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ রয়েছে। অনলাইন ব্যাংক ট্রান্সফারও করা যাচ্ছে না ।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এই দুইটি প্রযুক্তি টিম এই সমস্যা সমাধানে কাজ করছে। যে দুটি সার্ভিস বন্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। এই সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই বিপর্যয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। তা দ্রুত নিরসন করতে না পারলে ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।