বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনা আবহে ভারতে যে আইপিএল করা সম্ভব নয় তা আগেই বোঝা গিয়েছিল। বিরাট কোহলিদের ক্যাম্প সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হচ্ছে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, তাহলে বোধহয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্ট এবার সেখানেই হবে। আর হচ্ছেও তাই।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল স্পষ্ট জানিয়ে দিলেন, এবারের আইপিএল হবে দুবাইয়ে।
প্রসঙ্গত, আইপিএল যে এই প্রথম বিদেশে হচ্ছে তা নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য পুরো টুর্নামেন্টটাই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-র ভোটের জন্য আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল দুবাইতে। তবে উনিশে যাতে ভোটের সঙ্গে ক্রিকেটের সংঘাত না হয় তাই আইপিএল এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবার ফের দুবাইতে হবে আইপিএল।
তবে কবে হবে তার তারিখ বলেননি পটেল। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন ২৮ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে আইপিএল? জবাবে তিনি বলেন, সামনের সপ্তাহে গভর্নিং কাউন্সিল ভার্চুয়াল বৈঠক করবে। তারপর সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত নয়। শুধু জায়গাটা পাকা হয়েছে।
সোমবার আইসিসির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপ এবার করা যাবে না। অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল ২০ ওভারের বিশ্বযুদ্ধ। আইসিসি পরে একটি বিবৃতি জারি করে জানায়, “করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট করা অসম্ভব। তাই এই টুর্নামেন্ট বাতিল করা হচ্ছে।” কবে এই বিশ্বকাপ ফের করা যেতে পারে সে নিয়ে পরে আলোচনায় বসবে আইসিসি।
এই ঘোষণার দিকে কার্যত চাতকের মতো তাকিয়ে ছিল বিসিসিআই। কারণ, এশিয়া কাপ স্থগিত ঘোষণার পরে টি ২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর- অক্টোবর মাসে যে সময় পাওয়া যাচ্ছে, সেখানে আইপিএল অনুষ্ঠিত করা যাবে বলেই বোর্ড কর্তারা মনে করছিলেন। সময়ের ফাঁকের সুযোগকেই ব্যবহার করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।