|
বিজনেসটুডে২৪ ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে শেষ ৮ বারের মতো আইপিএলের ১৪তম আসরেও নিজেদের শুরুটা সুখকর হলো না মুম্বাইয়ের। ইনিংসের শেষ বলে তাদেরকে ২ উইকেটে হারিয়ে নিজেদের আইপিএল মিশন শুরু করলো রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সর্বশেষ জিতেছে ২০১২ মৌসুমে। এরপর টানা ৯ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে জয় বঞ্চিত ৫ বারের চ্যাম্পিয়নরা।
করোনার কারণে এবার আইপিএলে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতি বাতিল করা হয়েছে। গ্যালারিতে নেই দর্শক। ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে কোহলির দলের সামনে ১৬০ রানের লক্ষ্য দেয় রোহিতের মুম্বাই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায়। তবে রোহিত রান আউটে কাটা পড়ে ফেরেন ১৯ রান করে। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন ক্রিস লিন ও সুরিয়াকুমার যাদব। ৩১ রান করে সুরিয়াকুমার আউট হলে ফিফটির ঠিক আগে ৪৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লিন।
এরপর ইশান কিশান ২৮ রানে আউট হলে শেষদিকের ব্যাটসম্যানরা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনালরা সুবিধা করতে না পারায় ১৫৯ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। এতে বড় অবদান হার্শালের। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। যেখানে ইনিংসের শেষ ওভারেই ৩ উইকেট শিকার করেন এই পেসার। খরচ করেন মাত্র ১ রান। | |