বিজনেসটুডে২৪ ডেস্ক:
দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া ও সোনামসজিদ স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু জানান, আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।