Home Uncategorized আখাউড়া দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু

আখাউড়া দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধিচট্টগ্রাম: প্রায় ৩ মাস বন্ধ থাকার পর শুরু হলো আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানি।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া  জানান,  আখাউড়া স্থলবন্দর দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ত্রিপুরায় গেছে সোমবার। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ভারতজুড়ে লকডাউন থাকায় ২৪ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্বোত্তর ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন,  করোনার কারণে এ স্থলবন্দরে রপ্তানির পরিমাণ অনেক কমেছে। মাছ রপ্তানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।