বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য দুইদিন বন্ধ থাকবে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত চলবে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক আছে।