বিজনেসটুডে২৪ ডেস্ক
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নির্বাচনী এলাকা বনমালীপুরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সেখানে শাসক দল বিজেপির সাথে কংগ্রেস সমর্থকদের সংঘর্ষের পর এই ব্যবস্থা নেয়া হয়েছে।
সুদীপ রায় বর্মন ছিলেন বিজেপিতে। যোগ দিয়েছেন কংগ্রেসে। শনিবার তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এলাকা বনমালীপুরে সভা করতে গিয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপির লোকজন মুখ্যমন্ত্রীর মদতে সুদীপের উপর হামলা চালায়, তাঁর হাতে আঘাত লাগে। পাল্টা বিজেপি অভিযোগ তুলেছে, বিনা প্ররোচনায় বনমালীপুরে তাঁদের পার্টি অফিসে হামলা চালিয়েছে কংগ্রেসিরা।
ত্রিপুরা পুলিশের এক শীর্ষ কর্মকতা বলেছেন, “কী থেকে সংঘাত হল তা তদন্ত করে দেখা হচ্ছে। বনমালীপুরে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়।”
জানা যায়, কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে বনমালীপুরকেই কর্মসূচির ফোকাস করতে চাইছেন সুদীপরা। উদ্দেশ্য একটাই, আগামী বছরে অনুষ্ঠেয় ভোটে বিপ্লবকে হারানো। যদিও বিজেপির বক্তব্য, বনমালীপুরে যে উন্নয়নের কাজ বিপ্লব দেব সরকার করেছে তাতে শত অশান্তি করেও এখানে কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না।