বিজেনসটুডে২৪ প্রতিনিধি, আগরতলা ( ত্রিপুরা): ওয়াকফ বিলের বিরোধিতা সহ রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
শুক্রবার নারী সমিতির পশ্চিম জেলা কমিটি উদ্যোগে শহরের রাজপথে মিছিল বের করা হয়েছে। এদিনের মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেত্রী বলেন, বিজেপি সংখ্যাগরিষ্টার জোরে সংশোধনী ওয়াকফ বিল জনগনের উপর চাপিয়ে দিয়েছে। এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম। পাশাপাশি, একলাফে রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাতে মধ্যবিত্তদের উপর আরেকটি নতুন চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে। উজ্জ্বল যোজনাকারীরাও ওই মূল্যবৃদ্ধি থেকে ছাড় পাননি। তাছাড়া, বেশ কিছুদিন আগে জীবনদায়ী ওষুধের মূল্যও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এদিন আপামর জনগনকে এর বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানানো হয়েছে।