বিজনেসটুডে২৪ ডেস্ক:
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ রিসোর্ট মার এ লাগো সংলগ্ন একটি পাঠাগারে ভোট দেন।
নির্বাচনি বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ যে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্যগুলো রয়েছে তার একটি এই ফ্লোরিডা।
২০১৯ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক থেকে এই রাজ্যে নিজের স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করেন ট্রাম্প।
ভোট দেওয়ার পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন ট্রাম্প। এখানে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে ভোট দেওয়ার বিষয়ে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি।’
এদিকে ৩ নভেম্বর ভোটের দিন ভোট দেবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সিএনএনের খবরে এসব জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর হলেও মাসখানেক আগে থেকে আগাম ভোট শুরু হয়। ভোট পাঠানো যায় ডাকযোগেও।
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন। এ কারণে স্বাভাবিকভাবেই দেশটির নির্বাচনী ইতিহাসে এবার সবচেয়ে বেশি আগাম ভোট জমা পড়েছে।
ট্রাম্পের এই আগাম ভোট দেওয়াকে স্ববিরোধিতা বলছেন বিশ্লেষকরা। কারণ, নির্বাচনী প্রচারে একাধিকবার আগাম ভোটের বিরুদ্ধে বলেছেন তিনি। তাঁর আশঙ্কা, এতে ভোট কারচুপির আশঙ্কা বেড়ে যায়।
এবারের নির্বাচনে ফ্লোরিডা অন্যতম ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে পরিচিত। সেখানেই শনিবার আগাম ভোট দিলেন তিনি। এখানে ট্রাম্পকে জয় পেতেই হবে।
ফ্লোরিডার প্রায় ৫৩ লাখ ভোটার নিজেদের আগাম ভোট দিয়েছেন বলে জানা গেছে।