বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে পূর্বপাড়া নব্বই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পনের জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগে। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে, তারা হলেন মুন্নি ও মিলন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অন্তত ৪৬টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।