বিজনেসটুডে২৪ ডেস্ক
দেশটির একটি খুচরা বিক্রয় প্রতিষ্ঠান (সুপারশপ চেইন) বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান আগোরা কেনার জন্য একটি অপ্রকাশিত চুক্তি করেছে। আগামী দু-এক মাসের মধ্যে আগোরোর নিয়ন্ত্রণ নেবে প্রতিষ্ঠানটি। তবে নিজ দেশের সংকটের মধ্যে কোম্পানিটি কীভাবে বৈদেশিক মুদ্রায় লেনদেনের অর্থ পরিশোধ করবে, তা কোনো পক্ষই বলছে না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার সফটলজিক রিটেইল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের আগোরা লিমিটেডের শতভাগ শেয়ার কেনার জন্য ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। যার মূল লেনদেন দেশের বাইরে সংগঠিত হবে বলে জানা যায়। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কথা বললে কর্মকর্তারা জানান, বিক্রির প্রস্তাবটি তারা পাননি।
আগোরা ও সফটলজিক রিটেইলের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়টি দেখভাল করছেন ব্রামার অ্যান্ড পার্টনার (বিডি)-এর ম্যানেজিং পার্টনার ও সিইও খালিদ কাদির। তিনি জানান, আগোরা বিক্রির জন্য শ্রীলঙ্কার কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। তারা কীভাবে এই অর্থ পরিশোধ করবে এটা তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। উল্লেখ্য, ব্রামার অ্যান্ড পার্টনার আগোরার শেয়ারহোল্ডারও।
কোম্পানি অধিগ্রহণ বিষয়ে কয়েক জন বিশেষজ্ঞের সঙ্গে কথা বললে তারা জানান, শ্রীলঙ্কার বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে অবৈধ কালো টাকার ব্যবহার ছাড়া বাংলাদেশের একটি বিখ্যাত রিটেইল কোম্পানি কেনার ঘোষণা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব। অধিগ্রহণের চুক্তিটি অপ্রকাশিত হওয়ায় এবং সরকারের কোনো সংস্থার রেগুলেশনের বাধ্যবাধকতা না থাকায় এক্ষেত্রে দেশের বাইরে বিপুল অঙ্কের লেনদেন হওয়ার আশঙ্কা থেকে যায়। এসব ক্ষেত্রে কর ফাঁকিসহ বিপুল বৈদেশিক মূদ্রা পাচারের আশঙ্কা করা যায়। বাংলাদেশে খুচরা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকার সুযোগে বিদেশি কোম্পানিগুলো শতভাগ অধিগ্রহণের সুযোগ নিচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। তারা জানান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশেও বিদেশিদের খুচরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতিমালা রয়েছে। সূত্র: ইত্তেফাক