- নির্বিকার সিটি কর্পোরেশন
- বহুতল কার পার্কিং তৈরির পরিকল্পনা হিমঘরে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: অভিজাত বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র, চিটগাং চেম্বার, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার, উইম্যান চেম্বার, হোটেল আগ্রাবাদ, হোটেল সেন্ট মার্টিন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, দেশি-বিদেশি ব্যাংক ও বিমা কোম্পানির অফিস, চিটাগাং স্টক এক্সচেঞ্জ ইত্যাদির অবস্থান এখানে।
আগ্রাবাদ ছিল গ্রাম এলাকা। এর উন্নয়ন শুরু হয় ১৯৫০ সালের পর। আরও পরে আশির দশকে দ্রুত গতিতে এগিয়ে যায়। পরিণত হয়েছে অভিজাত বাণিজ্যিক এলাকায়।
বাদামতলি মোড় থেকে হোটেল আগ্রাবাদ, সরকারি বাণিজ্য কলেজ হয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র থেকে শেখ মুজিব সড়ক পর্যন্ত এই গোটা এলাকার ফুটপাত দিয়ে পথাচারিদের স্বাচ্ছন্দে হাঁটার কোন উপায় নেই। শত শত হকার জবরদখল করে রেখেছে ফুটপাত। তারা ফুটপাত ছেড়ে নেমে এসেছে রাস্তায়। শাসক দলের নাম ভাঙিয়ে কতিপয় দুর্বৃত্ত এখানে হকারদের বসায় এবং চাঁদাবাজি করে লাখ লাখ টাকার। এই অভিযোগ স্থানীয়দের।
অনেক ভবনের নিজস্ব পার্কিং স্পেস নেই। সেখানে আসা গাড়ি রাস্তার ওপর পার্কিং করা হয়। হকার আর পার্ক করা গাড়িতে রাস্তার অনেকটাই বেদখলে থাকে। এরপর বাকি থাকা এক চিলতে জায়গা দিয়ে পথচারি এবং গাড়ি চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয়। কেবল বাণিজ্যিক এলাকা নয়, আগ্রাবাদের সবখানে একই অবস্থা।
রাস্তা, ফুটপাত দিয়ে চলাচল নির্বিঘ্ন রাখার দায়িত্ব প্রধানত সিটি কর্পোরেশনের। কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন নির্বিকার। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
জানা যায়, আগ্রাবাদে গণপূর্ত বিভাগের একটি জায়গায় বহুতল কার পার্কিং তৈরির পরিকল্পনা ছিল। তা এখন হিমঘরে। সেই জায়গাটিও অনেকটা হাতছাড়া। তা নিয়ে কারও যেন কোন মাথাব্যথা নেই।
- প্রতিবেদনের ছবিগুলো তুলেছেন আজিম অনন