বিজনেসটুডে২৪ প্রতিনিধি,মাগুরা: ৮ বছরের সেই শিশুটির ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়ি এখন বিরাণ ভূমি। ভাঙচুর ও অগ্নিসংযোগের পরও বিক্ষুব্ধ জনতার রোষানলে বাড়িটি।
শহরের নিজনান্দুয়ালী এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙচুর ও পোড়া বাড়িতেও ঢিল মারছে ক্ষুব্ধ মানুষ। বাড়ির আঙিনায় থাকা বিভিন্ন গাছ গাছালি কেটে সাবাড় করে ফেলেছে স্থানীয় লোকজন।
এর আগে শিশুটির প্রথম জানাজার পরই বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসকেও বিক্ষুব্ধরা আটকে দিয়েছে। এমনকি পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধে যেতে পারেনি বলে জানিয়েছেন মাগুরা সদর থানা ওসি আইয়ুব আলী।
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ৯ মার্চ রাত ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে ৭ দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শিশুটিকে ধর্ষণের মামলার তিন আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব শেখ ও ভাশুর রাতুল শেখের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মাগুরা কারাগার থেকে তিনজনকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিয়ে যাওয়া হয়। সেখানে ডিএনএ ম্যাচিংয়ের জন্য ফরেনসিক বিভাগ নমুনা সংগ্রহ করে।
অপরদিকে ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা।