Home Third Lead আজহারীর মাহফিল: লালমনিরহাট জনসমুদ্র

আজহারীর মাহফিল: লালমনিরহাট জনসমুদ্র

লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারী। ছবি সংগৃহীত

ইসলাম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ: আজহারী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: প্রখ্যাত ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে শনিবার লালমনিরহাটে জনতার বাঁধভাঙ্গা ঢল নামে। শ্রোতাদের জন্য মূল প্যান্ডেল ছাড়াও পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছিল। তারপরও অনেকেই কোথাও জায়গা না পেয়ে প্রজেক্টরে দেখেছেন বয়ান।

শুক্রবার থেকে বিভিন্ন জেলার নারী-পুরুষ আসতে শুরু করেন মাহফিলে। শনিবার সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। গোটা শহর এক অভূতপূর্ব রূপ নেয়। মাহফিল শুরু হয় বাদে জোহর।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছেন আজহারী। শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণ করে।  তাকে একনজর দেখতে লাখো মানুষ ভিড় জমান সেখানে।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট আয়োজিত মাহফিলের আয়োজক কমিটির প্রধান ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিমের ধারণা,  শনিবারের মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হয়েছে।

মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা করে বলেন, আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলাম ব্রড মাইন্ডের। অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই। আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মধ্যে মাঝে-মধ্যে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, সেটা অনেকের ভালো লাগে না।

তিনি বলেন, ইসলামে অমুসলিমদের জান মালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে এই বিধান ইসলামে আছে। হাদিস-কোরআনের ব্যাখ্যা দিয়ে বলেন, যে সব মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জান-মালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। বাংলাদেশের ইতিহাসে হিন্দু-মুসলিম দাঙ্গা নেই। আমরা ভাই ভাই। কিছু দুষ্টু লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। মাঝেমধ্যে ঝগড়া লাগাতে চায়। পত্র-পত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নাই।

দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না।