Home অন্যান্য আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

বিজনেসটুডে২৪ ডেস্ক

আজ রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। প্রায় ৩০ সেকেন্ড ধরে এই বলয়গ্রাস চলবে। এই কারণেই বলা হচ্ছে, ১০০ বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে এতক্ষণ ধরে সাধারণত গ্রহণ চলে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে।

মহাজাগতিক এই বিরল ঘটনা বাংলাদেশের আকাশে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। ঢাকায় গ্রহণের সূচনা ঘটবে দুপুর ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ পর্যায়ে উপনীত হবে দুপুর ১টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে। খুলনায় ১টা ৯ মিনিট ৪৫ সেকেন্ডে, বরিশালে ১টা ১২ মিনিট ৩২ সেকেন্ডে, ময়মনসিংহে ১টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে, চট্টগ্রামে ১টা ১৭ মিনিট ৩০ সেকেন্ডে, সিলেটে ১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ডে, রাজশাহীতে ১টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে এবং রংপুরে ১টা ৭ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় সূর্যগ্রহণ হবে।

এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায়, যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়। দেখে মনে হয়, ঠিক যেন একটা আংটি। একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন।