বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: ঠিক কাঁটায় কাঁটায় সকাল ৭টা। ভোট শুরু হল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। লক্ষ্মীবারে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে উপনির্বাচনে নজর গোটা পশ্চিমবঙ্গে। শুধু এ রাজ্যে নয়, জাতীয় রাজনীতিতেও এই উপনির্বাচনের আলাদা তাৎপর্য রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে এই নির্বাচন প্রেস্টিজ ফাইট। ৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ নেন মমতা। তবে মন্ত্রী থাকতে হলে তার পরের ছ’মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে বিধানসভায়। সেই কারণেই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও ভোট শুরু হয়েছে। নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রেও ভোট হচ্ছে।
জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
সকাল থেকে তিন কেন্দ্রে কোনও অশান্তির খবর সামনে আসেনি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে যেখানে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন সেখানে সকাল থেকেই হাজির ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, “জেনুইন ভোট হলে আমিই জিতব। তবে শাসকদল গুণ্ডামি করতে পারে বলে আশঙ্কা করছি।” ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।