Home আগরতলা আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা ফিরছেন

আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা ফিরছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

আগরতলা: পশ্চিমবঙ্গে আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা ফিরতে পারবেন শিগগির। তাদের জন্য ট্রেন অনুমোদন করা হয়েছে।

ত্রিপুরার নাগরিকরা ফিরবেন ৩টি ট্রেনে।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার তিনটি ট্রেন মঞ্জুর করেছে। ওই রাজ্যের মুখ্যসচিব ত্রিপুরার মুখ্যসচিবকে এক পত্রবার্তায় এই খবর জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার দুই দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের তালিকা তৈরী করে পাঠাবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৭৪৫ জন ত্রিপুরার নাগরিক রয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, তামিলনাড়ু থেকে প্রথম ট্রেন এবং কর্ণাটক থেকে দ্বিতীয় ট্রেন সোমবার দুই সহস্রাধিক ত্রিপুরার নাগরিকদের নিয়ে পৌঁছাবে।

আগরতলা রেলওয়ে স্টেশনে দশজনের অধিক ডাক্তার, দশটি স্ক্রিনিং পয়েন্ট, কুড়িজন ল্যাব টেকনিসিয়ান এবং দশজন ডাটা এন্ট্রি অপারেটর মেতায়েন করা হবে। স্টেশনে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

যে ট্রেন দেরিতে পৌঁছবে সেটি জিরানীয়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হবে ভীড় এড়ানোর জন্য । তামিলনাড়ু থেকে আসা ট্রেনটি দুই ঘন্টা বিলম্বে চলছে।

সোমবার আগরতলা থেকে একটি স্পেশাল ট্রেন দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবে।  মহারষ্ট্রের মুম্বই থেকে ১৩০৫ জন ত্রিপুরার নাগরিককে নিয়ে সোমবার ট্রেন রওয়ানা দেবে।