Home Second Lead আতঙ্কে কাজ বন্ধ হলদিয়ায়

আতঙ্কে কাজ বন্ধ হলদিয়ায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: করোনা আতঙ্কে অচল হয়ে পড়েছে হলদিয়া বন্দর। সব কর্মী কাজ বন্ধ করে দিয়েছেন শুক্রবার সকাল থেকে।

এখানে নিয়োজিত এক কর্মীকে ৩১ মার্চ মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তিনি আইআরসি প্রাইভেট বার্থের কর্মী। গিয়েছিলেন দিল্লিতে নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে। ফিরে আসার পর কাজ করেছেন বন্দরে। তাবলিগ জামাতে যোগদানকারি ৯ হাজার লোককে চিহ্নিত করেছে সরকার। তাদের মধ্যে বন্দরের এই কর্মীকেও সনাক্ত করে পুলিশ এবং বুধবার হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠায়। বৃহস্পতিবার তার সোয়াব পাঠানো হয় বেলেঘাটায়। রাতে সংবাদ আসে তার করোনা পজিটিভের। সাথে সাথে স্থানান্তর করা হয়েছে বেলেঘাটা হাসপাতালে। তার পরিবারের ৫ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরই শুক্রবার সকাল থেকে হলদিয়া শহর জুড়ে আতঙ্ক ছড়ায়। বন্দর কর্মীরা কাজে যোগ দেননি। বন্দর সূত্রে জানা গিয়েছে, তিনি ২৪ মার্চ দিল্লি থেকে ফেরার পর  কর্মস্থলে গিয়েছিলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বন্দরের শ্রমিক কর্মচারীদের মধ্যে। এখন বন্দরের ওই বার্থের সিসিটিভি ক্যামেরা চেকিং করে ওই ব্যক্তির গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।

বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত বলেন, ওই ব্যক্তি  দিল্লি থেকে ফেরার পর বন্দরে এসেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং কাদের সংস্পর্শে এসেছিলেন তা দেখা হচ্ছে। যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাদের জানাতে বলা হয়েছে।

কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, পোর্ট ট্রাস্টের যাঁরা কর্মী রয়েছেন তাঁরা প্রত্যেকেই কাজে এসেছেন। কিন্তু বেসরকারি সংস্থার কর্মীরা কেউ কাজে আসেননি। তাই হলদিয়া বন্দরের কাজকর্ম আপাতত বন্ধ রয়েছে।

হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে গড়ে উঠেছে হলদি নদী ও হুগলি নদীর মিলন স্থলে। এই বন্দরটি তৈরি করা হয়েছে কলকাতা বন্দর এর সহযোগি বন্দর হিসাবে।

দেশজুড়ে লকডাউন ঘোষণার পর অন্যান্য জরুরি পরিষেবার মতো স্বাভাবিক কাজকর্ম হচ্ছিল কলকাতা ও হলদিয়া বন্দরে। জাহাজ থেকে মাল খালাসের কাজ সচল ছিল। তবে লকডাউনের জেরে ৭০ শতাংস কর্মক্ষম ছিল বন্দরগুলি।