Home আন্তর্জাতিক আত্মবলি দিয়ে আটকে দিলেন রুশ ট্যাঙ্ক

আত্মবলি দিয়ে আটকে দিলেন রুশ ট্যাঙ্ক

ভিটালি স্কাকুন

বিজনেসটুডে২৪ ডেস্ক

ক্ষমতা সীমিত তা জেনেও পিছু হঠছেন না ইউক্রেনের সেনারা। প্রাণপণ লড়ছেন তারা মাতৃভূমিকে বাঁচাতে। অবস্থা এমন যে এক সৈনিক রাশিয়ার ট্যাঙ্ক আটকানোর জন্য আত্মবলি দিয়ে উড়িয়ে দিলেন একটি ব্রিজ।

ক্রিমিয়ার দিক থেকে একের পর এক এদিন ধেয়ে আসছিল রাশিয়ার ঘাতক ট্যাঙ্ক । সেই ট্যাঙ্কের সারি ইউক্রেনের মাটিতে প্রবেশ করলেই শত শত প্রাণ যেত অকালে। তা আটকানোর জন্য এদিন নিজেকেই বলি দিলেন ইউক্রেনের এক সৈনিক। একটি ব্রিজ সমেত নিজেকেও উড়িয়ে দিলেন তিনি।

জানা গেছে, ইউক্রেনের সেই সৈনিকের নাম ভিটালি স্কাকুন। তিনি নৌ সেনার ব্যাটেলিয়ন ইঞ্জিনিয়র। যে ব্রিজটি ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করে সেই ব্রিজটি এদিন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এই প্রক্রিয়ায় নিজেকেও প্রাণ দিতে হয়েছে। তাতে রাশিয়া থেকে ইউক্রেনের দিকে আসতে থাকা ঘাতক ট্যাঙ্কের গতিরোধ হয়েছে।

ক্রিমিয়া থেকে ইউক্রেনের ওই সংযোগকারী ব্রিজটির নাম হেনিচেস্ক ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়েই রাশিয়ার সারি সারি ট্যাঙ্ক ঢুকছিল ইউক্রেনে। খবর পেয়েই কর্তব্য স্থির করে নেন ভিটালি। তিনি নিজের শরীরে বাঁধেন মাইন। তারপর সেই অবস্থায় চলে যান ব্রিজের উপর। মাইনের প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান তিনি। ধসে পড়ে গোটা ব্রিজ। থমকে যায় ট্যাঙ্কের গতি।

দেশের জন্য নিজের প্রাণ বলি দেওয়া এই সৈনিককে জাতীয় বীরের মর্যাদা দিচ্ছে ইউক্রেন। তাঁর আত্ম বলিদানের কাহিনি লোকের মুখে মুখে ঘুরছে। দেশ তাঁকে ভুলবে না, প্রাণ দিয়ে ভিটালি অমর হয়ে থাকলেন ইউক্রেনের ইতিহাসে।