Home আইন-আদালত অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল কারাগারে

অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল কারাগারে

মোহাম্মদ রুহুল আমিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার :কক্সবাজারের সবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ মামলায়  জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হযেছে।

 কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত আজ রবিবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মোহাম্মদ সিরাজ উল্লাহ।

মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরীর মামলাটি দায়ের করেন । দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ উল্লাহ বলেন, ২০১৪ সালে মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন ডিসি মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের সংঘবদ্ধ একটি অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি এ কে এম কায়সারুল হক বাদী হয়ে রুহুল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে  ২০১৪ সালের ১৯ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে  এজাহার দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদকে পাঠায়।

দুদক তদন্ত করে ২০২৪ সালের ১১ নভেম্বর নতুন করে ২৩ জনকে অভিযুক্ত করে মোট ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে প্রধান আসামি কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনসহ সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রবিবার মামলার প্রধান আসামি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির জামিনিআবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী জানান, মামলাটি দায়েরের পর প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা নানা জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এমনকি তৎকালীন জেলা ও দায়রা জজকে বশীভূত করে এজাহারে পুনঃলিখন করে আসামির নাম পরিবর্তনের পাশাপাশি নানা অনৈতিক পন্থা অবলম্বন করেছেন। উল্টো বাদীকে হয়রানি করতে একাধিক মিথ্যা মামলাও দায়ের করেছেন। এখন আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আদালতের কাছে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।