- বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০টি দ্বিতল বাস আজ শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
এ উপলক্ষে সকালে সিজেকেপি জিমনেশিয়াম সংলগ্ন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিকি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, বিআরটিসিরি ম্যানেজার অপারেশন এমজেড রহমান।
উপমন্ত্রী বলেন, পদ-পদবীর পিছনে না ছুটে আত্ম কর্মসংস্থানমুখী সাধারণ জীপন যাপন করা শিখতে হবে। মুজিব বর্ষের মাহন্দ্রক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাতৃস্নেহে চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য এই উপহার দিয়েছেন।
স্মৃতিচারণ করে তিনি বলেন, অতীতে আমরা আত্মীয় পাড়াপড়শিদের পুরনো বই নিয়ে পড়তাম। এখন শেখ হাসিনার সরকার ইংরেজি বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।
বাসগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বহন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য জিপিএইচ ইস্পাতকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির ভাষণে জিপি
এইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন “প্রধানমন্ত্রী ২০৪১ এর মিশন ও ভিশন দিয়েছেন। জিপিএইচ ইস্পাত বিশ্বের প্রথম ইন্টিগ্রেটেড কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফারনেন্স প্রযুক্তিতে ইস্পাত শিল্পের উন্নয়ন করে ঐ রূপরেখা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মত একজন শিক্ষা ও শিল্পানুরাগী প্রধানমন্ত্রী পেয়ে আমরা ভাগ্যবান।
জিপিএইচ আগামীতেও এ ধরনের সিএসআর কর্মসূচির সাথে থাকবে বলে ঘোষণা দেন তিনি।
সভাপতির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বাসের ভিতরে ৬টি সিসিটিভি থাকবে। ভাড়ার জন্য থাকবে সততা বক্স।
বিআরটিসির ব্যবস্সথাপনায় এসব বাসে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়ার পথে যাতায়াত করতে পারবে। পাঁচ টাকা ভাড়া নিজেরা সততা বাক্সে রেখে যাবে।