Home আন্তর্জাতিক আমেরিকায় আদানি ঘুষ-কাণ্ড নিয়ে প্রশ্নে হকচকিয়ে মোদি

আমেরিকায় আদানি ঘুষ-কাণ্ড নিয়ে প্রশ্নে হকচকিয়ে মোদি

নরেন্দ্র মোদি। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকরা প্রশ্ন করেন: আদানি ঘুষ-কাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হল? উত্তরে মোদি বলেন, ”দুই রাষ্ট্রের প্রধানের বৈঠকে কোনও ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ”প্রথমত, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা বসুধৈব কুটুম্বকম আদর্শে বিশ্বাসী। গোটা বিশ্বকে আমরা পরিবার হিসেবে ধরি। প্রতিটি ভারতীয় আমার নিজের। এ রকম ব্যক্তিগত বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনও আলোচনা হয় না।”

মোদির এই জবাব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ”ভারতে প্রশ্ন করা হলে চুপ থাকেন। আর বিদেশে প্রশ্ন করলে বলা হয় ব্যক্তিগত বিষয়। আমেরিকাতেও মোদিজি আদানির দুর্নীতি ঢাকছেন।”

কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ”প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য করা হয়েছে। যা গত ১১ বছরে ভারতে তিনি করেননি। এই জন্যই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। তাঁর সব সাক্ষাৎকারই সাজানো।”

গত নভেম্বর মাসে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এবং আরও সাত জনের বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। ২০২০-২০২৪ সালের মধ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের এই টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে।