বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মহামারি করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রভাবে পড়েছে নিত্যপণ্যের বাজারে। দাম বাড়তি থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে মুরগিতে। জাতভেদে মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা থেকে ৪০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৯ জুলাই) বন্দরটিলা বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, ৪০ টাকা কমে প্রতি কেজি পাকিস্তানি মুরগি ২১০ টাকা ও ১০ টাকা কমে প্রতি কেজি লেয়ার মুরগি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরটিলার মুরগি ব্যবসায়ী আলমগীর বলেন, করোনার ও লকডাউনের কারণে মানুষ বাজারে কম আসছেন। পাশাপাশি মুরগির সরবরাহও ভালো। তাই দাম কমে গেছে। তবে কোরবানির আগে আবারও দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের।
এদিকে সবজি ও মাছের বাজারে দামের কোন পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি লাউ ৪০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, আলু ২০ টাকা, ঢেঁড়স ও কাকরোল ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি কেজি বেগুন, করলা ও টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা।
অন্যদিকে বাজারে কমেছে আদার দাম। কেজিতে ৪০ টাকা কমে প্রতিকেজি চায়না আদা ২০০ টাকা, ২০ টাকা কমে দেশি আদা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ১৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ১ লিটার সয়াবিন তেল ১৫০ টাকায় ও ৫ লিটার সয়াবিন তেল ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি রুই ৩০০ টাকা, কাতলা ৩০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, পাবদা ৫০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, ইলিশ মাছ এক হাজার থেকে ১২শ টাকা ও মলা মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে প্রতিকেজি খাসির মাংস ৮৫০ টাকা ও গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।