সোমবার (৩০ নভেম্বর) বাদ আছর বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আনিসুল হক-এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল বিজিএমইএ’র সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম-এর সভাপতিত্বে চট্টগ্রামের বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এসএম. সাজেদুল ইসলাম, আ ন ম. সাইফুদ্দিন, আকবর খান, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, সাইফ উল্লাহ্্ মনসুরসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনায় বিজিএমইএ’র সহ-সভাপতি এএম. চৌধুরী সেলিম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আনিসুল হক ছিলেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী নেতা এবং সফল মেয়র। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক।বিজিএমইএ’র সকল কর্মকান্ডে বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে গেছেন। উদার নৈতিক চিন্তাধারার মানুষ মরহুম আনিসুল হক তাঁর কর্মের মধ্যেই বেঁচে থাকবেন।
স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী ও সিড্মা ফ্যাশন (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবু হাসনাত চৌধুরী প্রমুখ।
সংগঠনের চট্টগ্রামের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক সাইফ উল্লাহ্ মনসুর’র পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেদীবাগস্থ সিডিএ’র জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার।