Home আইন-আদালত আনিসের আত্মহত্যা: হেনোলাক্সের আমিন ফাতেমার বিরুদ্ধে মামলা

আনিসের আত্মহত্যা: হেনোলাক্সের আমিন ফাতেমার বিরুদ্ধে মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঠিকাদার গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আনিসের বড় ভাই নজরুল ইসলাম মঙ্গলবার (৫ জুলাই) মামলা করেন বলে গণমাধ্যমকে জানান শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান জানান।তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দেন ঠিকাদার আনিস। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়, তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বরের লন টেনিস মাঠে এ ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা আনিস। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে কুষ্টিয়ায় থাকেন। ঠিকাদারির ব্যবসা করতেন। মাঝেমধ্যে ঢাকায় আসতেন।

হেনোলাক্স নামের একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান গাজী আনিস। পাওনা টাকা না পেয়ে এর আগে তিনি সংবাদ সম্মেলনও করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরের লন টেনিস মাঠে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন গাজী আনিস। এ সময় তার শরীরে দাউ দাউ করে আগুন জ¦লতে থাকলে আশপাশের লোকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নেভান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী নামের এক সাংবাদিক জানান, তিনি বিকেলে প্রেস ক্লাবের সামনে চায়ের দোকানে বসেছিলেন। তখন ওই ব্যক্তিকে হঠাৎ নিজের গায়ে আগুন দিতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।