Home চা শিল্প আন্তর্জাতিক চা দিবস আজ

আন্তর্জাতিক চা দিবস আজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আজ ২১ মে আন্তর্জাতিক চা দিবস।

দিনটিকে উদযাপন করছে সারা বিশ্ব। চায়ের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই দিন উদযাপন করা হয়। চা মানুষের প্রিয় পানীয়। ২০১৯ সালে পৃথিবীর পুরনো পানীয়গুলোর গুরুত্ব স্বীকার করতে থাকে ইউনাইটেড নেশনস । বলা হয়, চা ঔষধের কাজও করে এবং মানুষের জন্য স্বাস্থ্য উপকারী।

আগে ২১ ডিসেম্বর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত এবং তানজানিয়ায় বিশ্ব চা দিবস উদযাপিত হত। ২০১৯ সাল থেকে ২১ মে চা দিবস হিসেবে পালন করা হয়।

চা দিবস উপলক্ষে ইউনাইটেড নেশনস টুইট করে লেখে, ‘চা হল সংস্কৃতির মূল কেন্দ্র।’ চা বিশ্ব জুড়ে দারিদ্র্য দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক চা দিবস ইউনাইটেড নেশনসের খাদ্য ও কৃষি বিভাগ থেকে উদযাপিত হয়।