বিজনেসটুডে২৪ ডেস্ক
সৌদি আরবও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিল দু’সপ্তাহের জন্য । রবিবার থেকে তা কার্যকর হবে।
করোনাভাইরাস বিস্তার রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিপূর্বে কেবল ইউরোপীয় ইউনিয়ন এশিয়া ও আফ্রিকার ১২ টি দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আগামী দু’সপ্তাহ সৌদি আরবে কোন দেশের বিমান আসবে না বা সৌদি আরব থেকে কোন দেশে যাবে না। তবে, এ সময়ে বহিঃবিশ্বে থাকা সৌদি নাগরিকদের ফিরার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে এক ঘোষণায় বলা হয়েছে।
এরআগে, সৌদি আরব উমরাহ সফর বন্ধ করে দিয়েছে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
সৌদি আরবে এ পর্যন্ত ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।