Home Second Lead আন্তর্জাতিক বাজারে বাড়ছে তামার দাম

আন্তর্জাতিক বাজারে বাড়ছে তামার দাম

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঢাকা: আন্তর্জাতিক বাজারে  বাড়ছে তামার দাম।

তামা অর্থনৈতিক স্বাস্থ্যের বড় সূচক! বাস্তব হল, বর্তমানে তামার দাম ক্রমশ বাড়ছে। আর তা দেখে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনীতির স্বাস্থ্য দ্রুত তার আগের অবস্থার দিকে ফিরছে।

লন্ডনের মেটাল এক্সচেঞ্জে তামার দামের উর্ধ্বগতি দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে। মার্চ মাসে তামার যা দাম ছিল তার তুলনায়  ৬৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। এটা কোনও খারাপ লক্ষণ নয় কিন্তু। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন গতি পাওয়ায় তামার চাহিদা বাড়ছে। স্বাভাবিক ভাবেই দামও বাড়ছে। তবে চাহিদা বেশি বাড়ছে চিনে। বিশ্বের সব থেকে বড় উপভোক্তা বাজার সেখানেই।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে পৃথিবীজুড়ে প্রায় সব দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যায়। লকডাউনের কারণে বড় রকমের ধাক্কা খেয়েছে উৎপাদন। কিন্তু দেখা গিয়েছে, লকডাউন শিথিল হওয়ার পর থেকে তামার দাম বাড়ছে। আর এখন, বাজারে যখন ভ্যাকসিন আসব আসব করছে, দেখা যাচ্ছে তামার দাম গত কয়েক বছরের তুলনায় লাফিয়ে বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে উপভোক্তা পণ্যের চাহিদা বাড়ছে বলেই উৎপাদন বাড়তে শুরু করেছে। সে কারণে তামার চাহিদা বাড়ছে। তাই দামও বাড়ছে। এই গতিশীলতা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

গোল্ডম্যান স্যাকস ইন্টারন্যাশনাল মনে করছে, এই বৃদ্ধি বেশ ভাল রকম হবে। বর্তমানে টন প্রতি তামার দাম ৭৬০০ ডলার। ২০২২ সালে তা বেড়ে ১০ হাজার ডলার হতে পারে।

শুধু তামার নয়, কাঁচা খনিজ তেলের দামও বাড়ছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে ইস্পাত, আকরিক লোহা, কয়লার দামও। যার মোদ্দা বার্তা একটাই। তা হল, বিশ্বজুড়ে উৎপাদন ক্ষেত্র ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

কোভিডের সময়ে তথা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হচ্ছিল। যে কারণে সোনার দাম লাফিয়ে বেড়েছে। অর্থনীতি যেই শুধরোতে শুরু করেছে, তখন সোনার দামও শুধরোচ্ছে।