Home আন্তর্জাতিক আফগানিস্তানের হাসপাতালে কেবল স্বজনহারার কান্না

আফগানিস্তানের হাসপাতালে কেবল স্বজনহারার কান্না

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানের ভূমিকম্পে (Afghanistan Earthquake) মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুধু আফগানিস্তান নয়, বুধবারের সকালের ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তানও! তবে পাকিস্তানে হতাহতের খবর না মিললেও সময়ের সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যেই মৃতের সংখ্যা (Death) হাজার ছুঁইছুঁই! আহত পাঁচশোরও বেশি।

বুধবার সকালে আচমকা ভূমিকম্প শুরু হয় আফগান মুকুলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫০! আহত ৬০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ গেছে বহু মানুষের

মূলত দেশের পূর্বদিকে কম্পন অনুভূত হয় বুধবার ভোরবেলা। পক্তিকা প্রদেশে কম্পনের ব্যাপকতা এতটাই ছিল সে সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে চারদিক। বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের কিছু অংশেও।