বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বিফ্রিং করে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে ২৫ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। এজাহারভুক্ত ১৯ জন, এজাহারের বাইরে ৬ জন। ৬ জনের মধ্যে ১ জন পলাতক আছে। সরাসরি মারপিটে অংশগ্রহণ করে ১১ জন। বাকীরা পরিকল্পনায় জড়িত ছিলো।
চার্জশিটে আসামি করা হয়েছে, মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, অমিত সাহা, মাজেদুল ইসলাম, মুজাহিদুর রহমান, তাবাখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, আকাশ হোসেন, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি তানিম, মো. মোর্শেদ, মোয়াজ আবু হুরায়রা, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, ইশতিয়াক আহমেদ মুন্না মোশতুবা রাফি এবং এস এম মাহমুদ সেতু। আর পলাতক আছে জিসান, তানিম, মোরশেদ, মোশতুবা রাফি।।
আবরার হত্যা মামলায় এজাহারভুক্ত ৮ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হল নাজমুস সাদাত, ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, তাবাখখারুল ইসলাম তানভীর ও মনিরুজ্জামান মনির। বাকীরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।