Home চট্টগ্রাম আবারও দারুলউলুম মাদরাসা গর্ভনিং কমিটির সভাপতি হলেন সুজন

আবারও দারুলউলুম মাদরাসা গর্ভনিং কমিটির সভাপতি হলেন সুজন

খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন পুনরায় তিন বছরের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

৩১ জানুয়ারী ২০২২ইং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত একখানা পত্রে এ মনোনয়ন প্রদান করা হয় এবং এ সংক্রান্ত পত্রটি আজ মাদরাসা কর্তৃপক্ষের হস্তগত হয়।

উল্লেখ্য ইতিপূর্বে (২০১৮-২০২১ইং) সালের জন্য খোরশেদ আলম সুজন-কে প্রথম বারের মতো দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির সভাপতি পদে মনোনয়ন প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। করোনা মহামারীর জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ৩১ জানুয়ারী ২০২২ইং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম সুজন-কে সভাপতি হিসেবে পুনঃ মনোনয়ন প্রদান করেন।

এদিকে দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম সুজন-কে পুনরায় মনোনয়ন প্রদান করায় মাদরাসার অধ্যক্ষ, গর্ভনিং বডি, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন খোরশেদ আলম সুজন এর দিকনির্দেশনায় দারুল উলুম কামিল মাদরাসা একুশ শতকের উপযোগী করে গড়ে উঠবে। তাঁরা সকলেই খোরশেদ আলম সুজন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি