Home Second Lead আবারও মৃত ডলফিন হালদায়

আবারও মৃত ডলফিন হালদায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আবারও মৃত ডলফিন উদ্ধার হলো প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা থেকে।

 রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে উদ্ধার করা হয় ডলফিনটি। মাছের জালে আটকা পড়ে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার জানান,  হালদা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় মৃত ডলফিনটি নদীর তীরে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে  মারা গেছে এবং কর্ণফুলী থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে। স্থানীয়দের সহযোগিতায় ডলফিনটি মাটি চাপা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া  এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, ‘ বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে, হালদা থেকে উদ্ধার ডলফিনটি জেলেদের জালে আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ডলফিনটি ৮ ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন আনুমানিক ৭০-৮০ কেজি। এটি এযাবত কালের সবচেয়ে বড় সাইজের ডলফিন।’

গত ৮ মে, শুক্রবার বিকাল তিনটার দিকে একই এলাকার ক্ষতবিক্ষত একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।হালদা নদীতে ১৭ দিনের ব্যবধানে উদ্ধার করা হলো এটা। গত আড়াই বছরে ২৫ টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। ইতিপূর্বের ২৪টির মৃত্যুর কারণ ছিল হত্যা, ইঞ্জিন চালিত বোটের আঘাত, ড্রেজারের পাখার আঘাত এবং নদী দূষণ ।