বিজনেসটুডে২৪ প্রতিনিধ
চট্টগ্রাম: পাইকারী বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম আবার বাড়তি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) কেজিতে ৫ টাকা করে বেড়েছে। দু’দিন আগে পেঁয়াজের দাম ৬০ টাকার মধ্যে থাকলেও কেজি এখন ৬৫ টাকা করে।
শনিবার বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫৪ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে। সেখান থেকে খাতুনগঞ্জে ৬ গাড়ির মতো পেঁয়াজ এসেছে।
চট্টগ্রামে পেঁয়াজের আমদানিকারক নেই, রয়েছে আড়তদার।
হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানালেন, ভারত থেকে আমাদানী করা যে পেঁয়াজ খাতুনগঞ্জ পৌঁছেছে সেগুলোর কস্টিং ৬৫ টাকা। যদি ৫ টাকা লাভেও বিক্রয় করা হয় তাহলে দাম পড়ে ৭০ টাকা করে। এরপরও ৬৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।
চট্টগ্রামে আসা ভারতীয় পেঁয়াজ পঁচা পড়েনি, তবে কিছুটা দাগযুক্ত। কারণ পেঁয়াজগুলো বাছাই করে আনা হয়েছে। অন্যান্য দেশ থেকে যদি পেঁয়াজ আমদানি করা না যায় তাহলে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হবে।