বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবার বাড়ছে সোনার দাম। নতুন দর কার্যকর হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১০ বার সোনার পুন:নির্ধারণ করা হল। এবার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন বাজার মূল্যে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার টাকা।
দাম বৃদ্ধির কারণ হিসেবে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে ডলার ও জ্বালানি তেলের দরপতনকে উল্লেখ করেছে সংগঠনটি।
নতুন মূল্য তালিকা অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট সোনার দাম ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬২ হাজার ১১০ টাকা, সনাতন সোনার দাম ৫১ হাজার ৭৮৮ টাকা পড়বে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে রুপা।