বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আনোয়ারায় মৎস্যজীবী আব্দুল শুক্কুরকে ইয়াবা মামলায় আসামি করায় প্রতিবাদ জানিয়েছেন বন্ধুরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান তারা।
লিখিত বক্তব্যে মোহাম্মদ সরোয়ার বলেন, আব্দুল শুক্কুর একজন মৎস্যজীবী। এলাকাতে গরীবের বন্ধু হিসেবে পরিচিত। তিনি ইয়াবা ব্যবসার সাথে কখনও জড়িত ছিলেন না। আজ তিনি সমাজের শোষণকারী লোকের প্রতিহিংসার শিকার।
সরোওয়ার অভিযোগ করেন, আব্দুল শুক্কুরের ঘরে কোনো অভিযান চালানো হয়নি। তার ঘরের পাশে কোনো টয়লেটও নাই। কিন্তু মামলার এজাহারে উল্লেখ করা হয়, রায়পুর ইউনিয়নের ঘাটকুল এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল শুক্কুরের বাড়ির পেছনে টয়লেটের পাশে মুখবন্ধ একটি সাদা প্লাস্টিকের বস্তায় দশ হাজার পিস ইয়াবা চৌকিদার আব্দুল শুক্কুরের উপস্থিতিতে জব্দ করা হয়। অপরদিকে মামলায় সাক্ষী করা হয়েছে আব্দুল শুক্কুর নামের তিনজনকে।
তিনি বলেন, যে ঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল সেই বাড়িতে থাকত মৃত আব্দুল শুক্কুরের ছেলে সেলিম। আর মৎস্যজীবী আব্দুল শুক্কুরের বাড়ি ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে। কিন্তু মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আব্দুল শুক্কুরের বাড়ির টয়লেটের পাশ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়েছে!
সংবাদ সম্মেলনে রহস্যময় এই মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তপূর্বক আব্দুল শুক্কুরকে অব্যাহতি দিয়ে প্রকৃত আসামিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।