বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
ঢাকা:
আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে ভারত। আমদানি করা ১৮ হাজার টনের মধ্যে ১৫ হাজার টনই বন্দরে পড়ে আছে।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সংকটের সময় ৩৬ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি করেছিল ভারত । তন্মধ্যে পৌঁছে গেছে ১৮ হাজার টন। তা থেকে বিভিন্ন রাজ্য মাত্র ৩ হাজার টন নিয়েছে। বাকি সবটাই পড়ে আছে। নভেম্বর-ডিসেম্বরে সংকট দেখা দিলে প্রতি কেজির দাম ছাড়িয়ে যায় ১০০ রুপি। তখন বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে পেঁয়াজ আমদানি করার আহ্বান জানায়। এর প্রেক্ষিতে আমদানি হয়। কিন্তু পরবর্তীতে রাজ্য সরকারগুলো প্রধানত উচ্চ মূল্য এবং নিজস্ব পেঁয়াজ উঠতে শুরু করায় আর নেয়নি। পেঁয়াজ খালাসের অপেক্ষায় পড়ে রয়েছে মুম্বাইর জহরলাল নেহেরু বন্দরে। এগুলোর টন পড়েছে ৫০০ ডলার থেকে ৭০০ টন। এভাবে খালাসের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকলে পচে যেতে পারে। তাই
বেচার জন্য বাংলাদেশ হাই কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশে প্রচুর আমদানি হয়েছে। স্থানীয় পেঁয়াজও বাজারে আসছে। প্রতিদিন দাম কমছে পেঁয়াজের।
বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে প্রধান উৎস ছিল ভারত। গত বছর হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেয়ায় মহাসংকট তৈরি হয়। সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমদানি হয় বিভিন্ন দেশ থেকে।