Home First Lead ব্যাংক আমানতের বড় অংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের

ব্যাংক আমানতের বড় অংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ব্যাংক আমানতের বড় অংশ আসে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে। ২০২৩ সালশেষে মোট আমানতের ৬১ দশমিক ৩০ শতাংশ এসেছে ঢাকা বিভাগ থেকে।  দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগের ছিল ২১ দশমিক শূন্য ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংক খাতের মোট আমানতের পরিমাণ ১৭ লাখ ৪৯ হাজার ১৩২ কোটি টাকা। এর মধ্যে অন্যান্য বিভাগের অংশ হচ্ছে :খুলনা ৪ দশমিক ২০ শতাংশ, রাজশাহী ৩ দশমিক ৯৮ শতাংশ, সিলেট ৩ দশমিক ৯৮ শতাংশ, রংপুর ১ দশমিক ৯৪ শতাংশ, বরিশাল ১ দশমিক ৯০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগের ১ দশমিক ৬০ শতাংশ।

ব্যাংক খাতের মোট ঋণের বড় অংশই কেন্দ্রীভূত হয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৩৪৩ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা ১ লাখ ৫০ হাজার ৬৭৯ কোটি টাকা বা ১০ দশমিক ৮৬ শতাংশ বেশি। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকেই দেওয়া হয়েছে প্রায় ৮৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বেশির ভাগ ব্যাংক শাখা বা ব্যবসাকেন্দ্র সমপ্রসারণ হচ্ছে এ দুই বিভাগকে কেন্দ্র করে।

অনেক বছর ধরে মোট ঋণে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর অংশ কমে বাড়ছিল শরিয়াহভিত্তিক পরিচালিত ইসলামী ধারার ব্যাংকগুলোর। চলমান তারল্য সংকটের মধ্যে সে ধারায় পরিবর্তন এসেছে। ২০২৩ সালে মোট ঋণে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশ। আগের বছর যা ২০ দশমিক ৪৬ শতাংশ ছিল। আর শরিয়াহভিত্তিক ব্যাংকের অংশ ২০২২ সালে ২৬ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ২৬ দশমিক ৩৫ শতাংশে নেমেছে।

বিশেষায়িত ব্যাংকে ২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ৮২ শতাংশ। বিদেশি ব্যাংকের কমে ২ দশমিক ৬৫ শতাংশে নেমেছে। আগের বছর শেষে ছিল ২ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোসহ বেসরকারি ব্যাংকের অংশ ৭৩ দশমিক ৯৪ শতাংশ থেকে কমে গত বছর শেষে ৭৩ দশমিক ৫৩ শতাংশে নেমেছে।